চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

সর্বশেষ:

কুতুবদিয়ায় ইয়াবা সেবনের দায়ে ২ যুবকের জেল-জরিমানা

কুতুবদিয়ায় ইয়াবা সেবনের দায়ে ২ যুবকের জেল-জরিমানা

কুতুবদিয়া সংবাদদাতা

২২ মে, ২০২৫ | ২:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ মে) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন এ আদেশ দেন। আইনানুগ প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। 

 

দণ্ডপ্রাপ্তরা হলেন, উত্তর ধুরুং ইউনিয়নের মনু সিকদার পাড়ার মৃত জোবাইদুল হকের ছেলে হাসান মোনতাসিরুল হক (৩০) ও দক্ষিণ ধুরুং ইউনিয়নের নয়াপাড়ার মহিউদ্দিনের ছেলে জুনাইদ বোগদাদী (২৬)।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নাপিত পাড়াস্থ মানিক মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সরঞ্জামসহ তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই অপরাধ স্বীকার করায় সংশ্লিষ্ট ধারায় দু’জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পৃথক পাঁচশ করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকমুক্ত সমাজ গঠন ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট