চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
জুলহাস মিয়া

হাটহাজারীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

হাটহাজারী সংবাদদাতা

২২ মে, ২০২৫ | ১২:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী থানার হত্যা মামলার পলাতক আসামি জুলহাস মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। জুলহাস মিয়া উপজেলার চন্দ্রপুর এলাকার মো. আবু তাহেরের ছেলে।

 

বুধবার (২১ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় মেখল ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী উপজেলার ফকিরহাট এলাকা থেকে হত্যা মামলার আসামি জুলহাস মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুলহাস মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট