কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরে গুলি ও ছুরিকাঘাতে মো. জাবের নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২০ মে) রাত ১০টার দিকে আশ্রয়শিবিরের ভেতরে এ ঘটনা ঘটে। তিনি টেকনাফের হৃীলা ইউনিয়নের নয়াপাড়া আশ্রয়শিবিরের আই ব্লকের বাসিন্দা।
আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এপিবিএন কর্মকর্তারা জানান, আশ্রয়শিবিরে সন্ত্রাসী দল নুর কামাল গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জেরে ওই ব্যক্তিকে গুলি ও ছুরিকাঘাত করা হয়। আহত জাবের ওই গ্রুপের সক্রিয় সদস্য।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি তবে আজ বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/আরআর/পারভেজ