রাঙামাটির বাঘাইছড়ির মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুনে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত ১টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টায় উপজেলার বৃহত্তর মুসলিম ব্লক বাজারের একটি কাপড়ের দোকানে আগুন লাগে। এতে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ৩০টি কাঁচা দোকান ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, মুসলিম ব্লক বাজারে আগুনে ২৭ থেকে ৩০টির মতো দোকানঘর পুড়ে গেছে। স্থানীয়দের ধারণা- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অথবা কাপড় ইস্ত্রির দোকান থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে।
পূর্বকোণ/এএইচ