চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ জুন, ২০২৫

রাঙ্গুনিয়ায় এক রাতেই কৃষকের ৪ গরু চুরি
প্রতীকী ছবি

রাঙ্গুনিয়ায় এক রাতেই কৃষকের ৪ গরু চুরি

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২০ মে, ২০২৫ | ১০:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগরে কৃষক মো. নুরুন্নবীর গোয়াল ঘর থেকে গভীর রাতে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিঃস্ব হয়ে গেছে গরিব কৃষক পরিবার। 
মঙ্গলবার (২০ মে) বিকেলে বিষয়টি জানান, উপজেলার রাজানগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার। তিনি জানান, গত সোমবার দিনগত রাত ৩টায় এই ঘটনা ঘটেছে । এ বিষয়ে আমি খোঁজ খবর নিচ্ছি। 
তিনি বলেন, অন্যের জমিতে চাষাবাদ করে পরিবার নিয়ে কোনমতে চলছে কৃষক নুরুন্নবীর সংসার। দুইটি গাভীর দুধ বিক্রি করে সংসারের টুকিটাকি খরচ, ঔষধ খরচ মেটায়। গভীর রাতে তার শেষ সম্বল চারটি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।  
নুরুন্নবীর স্ত্রী জানান, ইছামতি নদীর পাড়ে অতি কষ্টে আমরা কোরবানি উপলক্ষে চারটি গরু লালন-পালন করে আসছি। তম্মধ্যে দুটি গরু প্রায় দেড়লাখ টাকা দামে বিক্রি করব বলে রেখেছিলাম। অন্য দুটি গাভীর দুধ নিক্রি করে সংসার চলছে কোনমতে। গাভীর দুধ পানযোগ্য দুটি বাছুর রেখে গাভী দুটিসহ চারটি মোট দুইলক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের গরু নিয়ে পরিবারকে নিঃস্ব করে গেছে। গরুগুলো উদ্ধার করে তাদের ফিরিয়ে দেয়ার আকুতি জানায় পরিবারটি।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট