চট্টগ্রামের কর্ণফুলীতে মো. নেজাম উদ্দিন (২৪) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার চরলক্ষ্যা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. নেজাম উদ্দিন উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার ২ নং ওয়ার্ড জয়েনউদ্দিন সুবেদার বাড়ির মো. আব্দুর রহিমের পুত্র। মঙ্গলবার তাকে সন্ত্রাসবিরোধী আইনে কর্ণফুলী থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
পুলিশ সূত্র জানায় , গত ১৬ মে রাতে উপজেলার জুলধা ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে ছাত্রলীগের আদলে আ.লীগের দলীয় বিভিন্ন স্লোগান দেয় কতিপয় যুবক। এদের একজন ভিডিও করে ফেসবুকে আপলোড করলে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। পরে এ ঘটনায় ১৭ মে রাতে কর্ণফুলী থানার এসআই জুয়েল মজুমদার বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২)/৮/৯/১০ ধারায় মামলা দায়ের করেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ছাত্রলীগ নেতা মো. নেজাম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে এ মামলায় রাহাত মাহমুদ ফারহান ও মো. কফিল উদ্দিন রিকন নামের আরো দুইজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ দৈনিক পূর্বকোণকে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে কর্ণফুলী থানায় দায়ের হওয়া মামলায় নেজাম নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
পূর্বকোণ/নয়ন/আরআর/পারভেজ