কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে ছিটকে পড়ে এক পর্যটক দম্পতি আহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) দুপুরে শহরের দরিয়ানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই প্রশাসন কক্সবাজারে প্যারাসেইলিং সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি দৈনিক পূর্বকোণকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আহত পর্যটকদের পরিচয় জানা যায়নি, তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই দম্পতি পা ও কোমরে আঘাত পেয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, “দুপুরে দরিয়ানগর পয়েন্টে ফরিদ নামক ব্যক্তির মালিকানাধীন প্যারাসেইলিং প্রতিষ্ঠান নিয়ম অমান্য করে একইসাথে দু’জনকে নিয়ে প্যারাসেইলিং করছিল। এ সময় তারা ছিটকে পড়ে আহত হন।” তিনি আরও বলেন, “আমরা প্যারাসেইলিং পরিচালনার সরঞ্জাম জব্দ করেছি। তবে মালিক, ম্যানেজার ও কর্মীরা পালিয়ে গেছেন।” প্রশাসন পলাতক ম্যানেজারকে খুঁজছে।
এদিকে, ঘটনার পর প্যারাসেইলিং পরিচালনাকারীরা আহত দম্পতিকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেয় বলে জানা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি দৈনিক পূর্বকোণকে জানিয়েছেন, আহতদের অবস্থান জানতে চেষ্টা চালানো হচ্ছে এবং কক্সবাজারের সব হাসপাতাল ও ক্লিনিকে খোঁজ নেওয়া হচ্ছে।
পূর্বকোণ/এরফান/আরআর/পারভেজ