চট্টগ্রাম বুধবার, ১৮ জুন, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারের মহেশখালী ও রামু থানার দুই ওসি প্রত্যাহার
মহেশখালী ও রামু থানার দুই ওসি

কক্সবাজারের মহেশখালী ও রামু থানার দুই ওসি প্রত্যাহার

কক্সবাজার প্রতিনিধি:

২০ মে, ২০২৫ | ৭:৫৮ অপরাহ্ণ

কক্সবাজারের গুরুত্বপূর্ণ দুই থানা, মহেশখালী ও রামু’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ এবং ইমন কান্তি চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে)  তাদের দু’জনকেই কক্সবাজার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এবং জনস্বার্থে এই বদলি করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন। মহেশখালী থানায় নতুন ওসি হিসেবে মনজুরুল হক এবং রামুতে তৈয়বুর রহমানকে পদায়ন করা হয়েছে।

মাত্র দুই দিন আগে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন, এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই তার প্রত্যাহার আদেশ জারি হলো। অনেকের দাবি, ইমন চৌধুরী ওসি (তদন্ত) হিসেবে একই থানায় দীর্ঘ দিন ধরে দায়িত্ব পালন করেছেন এবং ৫ আগস্টের পর ওসির দায়িত্ব নিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। এমনকি আওয়ামী লীগ সরকারের আমলে তিনি আওয়ামী লীগের বিভিন্ন নেতার আস্থাভাজন হিসেবে কাজ করেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকলের দায়িত্ব নিয়ে সেসময় আলোচনাযর শীর্ষে ছিলেন বলে দাবি করা হয়।

অন্যদিকে, মহেশখালী থানার ওসি কায়সার হামিদকে প্রত্যাহার করায় মহেশখালীবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) থাকাকালীনও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিল। ৫ আগস্টের পর তাকে মহেশখালীর ওসির দায়িত্ব দেওয়া হলে বিএনপি, জামায়াত ও বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী-নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওঠে, যা নিয়ে তীব্র সমালোচনার ঝড় বয়ে যায়।

লন্ডন প্রবাসী মহেশখালীর সন্তান ফারুক ইকবাল জানান, ওসি কায়সার হামিদ বিএনপির বিভিন্ন গ্রুপের কাছ থেকে দেদারসে অনৈতিক সুবিধা নিয়েছেন। এর ফলে বিচারপ্রার্থী সাধারণ মানুষের জীবন অসহায় হয়ে পড়েছিল। তার বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দাখিল করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই দুর্নীতিবাজ এই ওসিকে শাস্তিমূলক বদলি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পূর্বকোণ/এরফান/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট