চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

১৭ বছর পর কক্সবাজার হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত করার অনুমোদন
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল

১৭ বছর পর কক্সবাজার হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত করার অনুমোদন

কক্সবাজার সংবাদদাতা

২০ মে, ২০২৫ | ৭:৩৬ অপরাহ্ণ

দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ শয্যার ১০ তলাবিশিষ্ট  ভবন নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় ক্রয় কমিটি। ২৫০ থেকে ৫০০ শয্যায় উন্নীত করার  খবরে কক্সবাজারের স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার আশা দেখছেন সংশ্লিষ্টরা।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সোহেল বকস বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের কাছে খবর এসেছে যে আজকে এসিসিজিপির সভায় হাসপাতাল নির্মাণের বিষয়টি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এখনো অফিসিয়াল পত্র হাতে আসেনি, হয়তো আগামীকাল চলে আসতে পারে।” তিনি উচ্ছ্বাস প্রকাশ করে জানান, দ্রুতই নির্মাণ কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি ১০ তলাবিশিষ্ট হবে। নির্মাণ ব্যয় ও আনুষঙ্গিক বিষয়গুলো বিস্তারিত কাগজপত্র হাতে এলে জানানো যাবে।

২০০৮ সালে কক্সবাজার সদর হাসপাতালের পাশে অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করে কক্সবাজার মেডিকেল কলেজ। এরপর দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ২০১৭ সালে ঝিলংজায় নিজস্ব ক্যাম্পাসে শ্রেণি কার্যক্রম শুরু হয়। কিন্তু একটি পূর্ণাঙ্গ হাসপাতাল না থাকায় শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের জন্য ১০ কিলোমিটার দূরের জেলা সদর হাসপাতালে যাতায়াত করতে হতো।

এছাড়াও, ১০ তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ ৬ তলায় এসে থেমে আছে। দুটি ছাত্রাবাস ছয় তলা করে হওয়ার কথা থাকলেও, তিনতলা করে নির্মাণ অসমাপ্ত রয়েছে। ফলে কক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের গণরুমে গাদাগাদি করে থাকতে হয়, যা তাদের নিয়মিত পড়াশোনাকে ব্যাহত করে।

পূর্বকোণ/এরফান/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট