চট্টগ্রাম রবিবার, ১৫ জুন, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২
অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার দুইজন

লোহাগাড়ায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

লোহাগাড়া সংবাদদাতা

২০ মে, ২০২৫ | ৬:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি এলজি ও ৩ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টায় চুনতি ইউনিয়নস্থ বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয় সংলগ্ন আরকান সড়কের উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলো- মহেশখালীর ধলঘাটার সাপমারা এলাকার মৃত আছত আলীর ছেলে জিয়াবুল হক (২৫) ও চকরিয়ার বদরখালীর ছনুয়া পাড়ার ছমির উদ্দীনের ছেলে মো. সাকিব (১৯) ছেলে।

 

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি, ৩ রাউন্ড গুলি, লোহার সাবাল ও লোহার রড কাটার হেস্কো ব্লেড উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট