বান্দরবানে ঈগল পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রেজাউল করিম ভুট্টো নামে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) সকালে বান্দরবানের মেঘলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম ভুট্টো পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সেখেরকিল্লাঘোনা এলাকার মৃত বদিউল আলম সওদাগরের ছেলে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের ছোট ভাই।
বিষয়টি নিশ্চিত করে নিহতের মেজ ভাই জয়নাল আবেদীন জানান, সড়ক দুর্ঘটনায় আমার ভাই নিহত হয়েছে। এ খবর পেয়ে আমরা বান্দরবান সদর হাসপাতালে ছুটে যায়। গত বছর জুলাই মাসে আমার ভাই অবসরে যায়। তখন থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে বান্দরবানে বসবাস করে। তিনি অবসরের পর থেকে বান্দরবানে ব্যবসা শুরু করেন।
উল্লেখ্য, গত বছরের ১৫ অক্টোবর নিহত ভুট্টার পিতা বদিউল আলম সওদাগর ও এ বছরের ১ জানুয়ারি তার বড় ভাই জাহাঙ্গীর আলম মারা যান।
পূর্বকোণ/পিআর/এএইচ