চট্টগ্রাম বুধবার, ১৮ জুন, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারে খালে ভেসে উঠল নিখোঁজ শিশুর নিথর দেহ

ঈদগাঁও সংবাদদাতা

২০ মে, ২০২৫ | ১:২৫ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওতে খালের পানিতে ডুবে মরিয়ম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু মরিয়ম ওই এলাকার ফরিদুল হকের কন্যা।

সোমবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভাদিতলা খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার জানায়, গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিল মরিয়ম। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিল না। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়রা ভাদিতলা খালে মরিয়মের নিথর দেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে।

ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবদুল হাকিম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট