চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ জুন, ২০২৫

চকরিয়ায় টমটমের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

চকরিয়ায় টমটমের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

চকরিয়া সংবাদদাতা

২০ মে, ২০২৫ | ১২:০৫ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) সকাল ৯টায় উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা বিবিরখিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম বরইতলীর ৭ নম্বর ওয়ার্ডের পহরচাঁদা বিবিরখীল মৌলভীর দোকান এলাকার আবুল শরীফের ছেলে।

জানা গেছে, আজ সকালে ক্ষেতে যাওয়ার সময় পিছন থেকে একটি টমটম আবুল কাশেমকে সজোরে ধাক্কা। এতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট