চট্টগ্রামের ছাত্রলীগ নেতা মো. রায়হানুল ইসলাম রাইয়ানকে ঢাকায় আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে লোকজন ।সোমবার (১৯ মে) বিকেলে রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ধরে নিউমার্কেট থানা পুলিশের কাছে সোপর্দ করে তাকে । রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক রাইয়ানের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তিনি ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য শেখ পারভেজ মোশারফ বলেন, আমরা জানতে পারি নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের এক নেতা গোপনে এখানে অবস্থান করছে। পরে আমরা ও ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী গিয়ে তাকে হাতেনাতে ধরি এবং সাথে সাথে পুলিশের হাত তুলে দিই।
পূর্বকোণ/জাহেদ/আরআর/পারভেজ