চট্টগ্রামের সাতকানিয়ায় নুরুল ইসলাম প্রকাশ নুরাইয়্যা (২৮) নামে এক মাদকসেবী ও বিক্রেতার অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাতের আঁধারে তার বসতঘর ভাঙচুর ও পরে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হলুদিয়া গ্রামের উদ্দুরিক্যা পাড়ায় এ ঘটনা ঘটে।
নুরাইয়্যা উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার মৃত উলা মিয়ার ছেলে ।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর বন বিভাগের জায়গায় অবৈধভাবে লোকজন পরিবার নিয়ে বসতি স্থাপন করে নুরাইয়্যা। পার্শ্ববর্তী ৮ নম্বর ওয়ার্ড থেকে পরিবার পরিজন নিয়ে এসে দীর্ঘ দিন ধরে উদ্দুরিক্যা পাড়ায় বসবাস শুরু করে সে। সেখানে এসে বান্দরবান সদর উপজেলার রেইচা, মাঝের পাড়া, থলি পাড়া ও সুয়ালক থেকে দেশীয় চোলাই মদ সংগ্রহ করে তার বসতঘরে মজুদ করতেন। পরে সেখান থেকে সংগ্রহকৃত দেশীয় চোলাই মদ বিভিন্ন জায়গায় পাচার ও বিক্রয় করতেন। অনেকেই আবার তার ঘরে মদ পান করতে যেতেন।
এলাকাবাসী আরও জানান, নুরাইয়্যা নিজে মদ পান করে প্রায় সময় রাতের অন্ধকারে স্থানীয়দের অকথ্য ভাষায় গালমন্দ করতো। তার এমন কর্মকাণ্ডে এলাকাবাসী রীতিমত অতিষ্ঠ ছিল। কেউ কেউ প্রতিবাদ করলে নুরাইয়্যা ও তার ভাইরা মিলে প্রতিবাদকারীদের উপর আক্রমণ করতো।
এ ব্যাপারে নুরুল ইসলাম প্রকাশ নুরাইয়্যা বলেন, স্থানীয় ওসমানের কাছ থেকে আমি ৬ হাজার টাকা পাওনা রয়েছি। টাকা খুঁজলে সে আমার সাথে খারাপ ব্যবহার করে। তাই আমি রাগান্বিত হয়ে চলাচলের রাস্তার সামান্য অংশ কেটে দিয়েছি। ওসমানসহ এলাকার লোকজন আমার মা ও বউ-ছেলেকেও মারধর করেছে। আমি কয়েকদিন ধরে চন্দনাইশের ধোপাছড়ি এলাকায় নলকুপ বসানোর কাজ করছিলাম। মঙ্গলবার রাতে ওসমানের নির্দেশে এলাকার লোকজন মিলে আমার বসতঘরে ভাংচুর ও আগুন দিয়েছে। আমি যদি অপরাধী হই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে। তাদের নিকট আমার বিরুদ্ধে অভিযোগ করা যেতো। কেন তারা আমার বসতঘরে আগুন দিল, আমি এর আমি সুষ্ঠু বিচার চাই।
এব্যাপারে ওসমান গণি পাওনার টাকার বিষয়টি অস্বীকার করে বলেন, নুরাইয়্যা এলাকায় মদ পান ও বিক্রি করে। মদ পান করে লোকজনকে গালিগালাজ করে। রাতের আঁধারে মহিলাদের ঘরে হানা দেয়। এ বিষয়ে পুলিশ ও সেনাবাহিনীর নিকট এলাকাবাসী অভিযোগ দিয়েছেন। তার বিরুদ্ধে মানববন্ধনও হয়েছে। এসব বিষয় এলাকায় না করতে নিষেধ করলে সে মঙ্গলবার তার ভাইদের পাঠিয়ে প্রতিবাদকারীদের রাম দা ও লাঠি নিয়ে মারতে আসে। ফলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে তার ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, মাদক সেবন হচ্ছে এমন একটি বসতঘরে জনতা আগুন দিয়েছে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এসময় নুরুল ইসলাম নুরাইয়্যার বিরুদ্ধে মদ বিক্রি ও পান করে এলাকায় মাতলামি করার অভিযোগ রয়েছে। স্থানীয়রা চলাচলের জন্য একটি কালভার্ট তৈরি করলে সেটি সে কেটে দেয়। এজন্য এলাকাবাসী ক্ষুব্ধ হয়। এলাকার লোকের চাপে মঙ্গলবার দিনের বেলা তার লোকজন কালভার্টটি তৈরি করতে আসে। তবে এলাকার লোকজন বলছে, নুরাইয়্যাকেও আসতে হবে। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া ও সামান্য মারামারি হয়। এতে লোকজন ক্ষুব্ধ হয়ে রাতে প্রথমে তার বসতঘর ভাঙচুর ও পরে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/পিআর