রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে ৮টি রিসোর্টে ও হেডম্যানের বাড়িতে আগুন লেগেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। মুহূর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে।
জানা যায়, সাজেকে অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি, মেঘচুট, মনটানা, মারুতিসহ ৮টি আবাসিক হোটেল ও হেডম্যানের বাড়িতে আগুন লাগে। আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে স্থানীয়রা ও নিরাপত্তা বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে। তবে সাজেক থেকে দীর্ঘ দুই ঘণ্টার পথ দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন। এখনো ফায়ার সার্ভিসের যানবাহন ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। আগুন লাগার কারণ এখনো যায়নি। পানি সংকট থাকায় আগুন নেভানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।
পূর্বকোণ/পিআর