চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

সেন্টমার্টিনে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১:১৯ অপরাহ্ণ

টেকনাফের সেন্টমার্টিনে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে (৫৩) গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।  শনিবার (৮ ফেব্রুয়ারি) তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, মুজিবুর রহমান নিজ বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের উদ্দেশ্যে মজুদ রেখেছে; এমন খবর পেয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে একটি বস্তার ভিতরে থেকে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়। 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট