কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে ঘটিভাঙ্গা এলাকায় লবণবোঝাই ট্রলার থেকে নিখোঁজ নাজমুল হাসান (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। নিহত পরিবারের দাবি তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় স্থানীয়রা সন্দেহজনক দুইজন আটক করে পুলিশে দিয়েছে বলে জানা গেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর সকালে তাকে সেখান থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত নাজমুল মহেশখালী দক্ষিণ ঘোনার পাড়া এলাকার মো. ফেরদৌস মাঝির ছেলে। সে লবণ পরিবহনকারী ট্রলারের শ্রমিক ছিল। গতকাল ঘটিভাঙ্গায় তার কর্মস্থল লবণ বহনকারী ট্রলার থেকে মাঝরাতে সে নিখোঁজ হয়। ভোরে তার লাশ পায় স্থানীয় জেলেরা। এদিকে নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় নিয়ে আনার দাবি জানান।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, কুতুবজোমের ঘটিভাঙ্গা থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। তদন্তের পর বিষয়টি নিশ্চিত করা যাবে।
পূর্বকোণ/পিআর