নিজস্ব সংবাদদাতা,সাতকানিয়া: চট্টগ্রামের সাতকানিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার দায়ে এক ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার কেরানিহাটে এনবিএম ব্রিক ফিল্ডে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
দন্ডপ্রাপ্ত ব্যক্তি ইটভাটার ম্যানেজার আব্দুর রহমান(৪৯)। তিনি উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উত্তর ঢেমশা এলাকার মৃত এনু মিয়ার ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, কৃষি জমির টপসয়েল কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবুও সেটি অমান্য করে টপ সয়েল কাটায় এনবিএম ইটভাটাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ধারায় ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া আগামী ৭ দিনের মধ্যে খননকৃত জমিতে মাটি ভরাট করে দেয়ার নির্দেশনা প্রদান করা হয়।
এসময় অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
পূর্বকোণ/মুন্না/পারভেজ