চট্টগ্রাম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

উখিয়ায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান, আটক ১

উখিয়া সংবাদদাতা

১৮ জানুয়ারি, ২০২৫ | ১:০০ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৭ জানুয়ারি) গভীর রাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী মেরিনড্রাইভের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের এ অভিযানে মোহাম্মদ সজীব নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ময়মনসিংহের গৌরীপুর এলাকার মোহাম্মদ রুস্তম আলীর ছেলে।

 

আটক মোহাম্মদ সজীবকে বালিমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে ঘটনাস্থল থেকে একটি ট্রাক ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়।

 

ইউএনও কামরুল হোসেন চৌধুরী বলেন, অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কার্যক্রম রোধে উখিয়া উপজেলা প্রশাসন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং তা অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট