চট্টগ্রাম সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মানিকছড়িতে আনারস বোঝাই জিপ নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক নিহত

মানিকছড়ি সংবাদদাতা

১২ মে, ২০২৪ | ১০:৩৯ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে আনারস ভর্তি একটি ট্রাক পাহাড়ে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে শ্রমিক মো. শাহ জামাল চৌকিদার (৫৫) নিহত ও আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

 

রবিবার (১২ মে) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার মরাডলু পোড়াটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মো. জামাল চৌকিদার গুইমারা এলাকার মৃত মো. আব্দুর রব চৌকিদারের ছেলে। আহত শ্রমিক মো. আব্দুস সাত্তার (৫৬) একই এলাকার মো. শাহাজ উদ্দিনের ছেলে।

 

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার বিকেল পৌনে ৫টার দিকে বাগান থেকে আনারস বোঝাই ট্রাক হাতিমুড়া বাজারে আসার সময় উঁচু টিলায় উঠতে গিয়ে ব্রেক ফেল করে। এতে ট্রাকটি টিলার নিচে উল্টে গেলে শ্রমিকেরা চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক পলাতক রয়েছে। নিহত ও আহতের বাড়ি গুইমারা উপজেলায় হওয়ায় নিহতের লাশ সুরতহাল শেষে গুইমারা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতকে মানিকছড়ি হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

 

 

পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট