অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে মিষ্টান্ন তৈরির দায়ে চট্টগ্রামের পটিয়ায় দোহা ফুডস নামের এক প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পটিয়া বিসিক শিল্প নগরী এলাকার এ কারখানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আসিফ বিন ইকরাম অভিযানটি পরিচালনা করেন।
তিনি জানান, মানবদেহের ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে খাদ্য তৈরির অপরাধে দোহা ফুডস নামের প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাদের তৈরি করা প্রায় ৩৮০ কেজি ভেজাল মিষ্টি নষ্ট করা হয়।
পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ