চট্টগ্রামের পটিয়ায় ঈগল প্রতীকের প্রচারণায় নৌকার সমর্থকদের হামলায় ঈগলের প্রতীকের দুই সমর্থক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের গৌরগোবিন্দ আশ্রম এলাকায় এই ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহতরা হলেন- বিক্রমজিৎ মিত্র (৪০) ও রনি মিত্র (৩০)। এছাড়া হামলায় ঝুলন দত্ত (৪৮) নামে আরেক ঈগল সমর্থক গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন আ.লীগের সভাপতি মৃদুল কান্তি নন্দী।
পূর্বকোণ/রবিউল/এএইচ