চট্টগ্রাম শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে যাত্রীবিহীন টেম্পো উল্টে চালক নিহত

বোয়ালখালী সংবাদদাতা

১ জানুয়ারি, ২০২৪ | ৯:৪৯ অপরাহ্ণ

বোয়ালখালীতে যাত্রী বিহীন সিএনজি চালিত টেম্পু উল্টে নবীউল করিম (৪০) নামের এক চালক নিহত হয়েছেন। রবিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত নবীউল করিমের স্ত্রী নুর খাতুন জানান, এর আগে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আরকান সড়কের পেতন শাহ দরগাহ গেইট এলাকায় হঠাৎ টেম্পু উল্টে চাপা পড়ে গুরুতর আহত হন চালক নবীউল করিম। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করেন। যাত্রীবিহীন টেম্পুটি চালিয়ে উপজেলা সদর থেকে কালুরঘাট যাচ্ছিল নবীউল করিম।

 

 

পূর্বকোণ/পূজন/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট