চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

প্রবীণ বিএনপি নেতা আহমদ খলিল খান আর নেই

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

৩১ ডিসেম্বর, ২০২৩ | ৬:৫৫ অপরাহ্ণ

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আহমদ খলিল খান (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ রবিবার বিকেল ৪টা ২০মিনিটের সময় ঢাকার বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

আহমদ খলিল খান বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পাঠানপাড়ার মরহুম হাজী মো. দেলাল খানের ছেলে।

তিনি গত ১৫ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়।

আগামীকাল সোমবার সকাল ১১টায় নগরীর চকবাজার কাপাসগোলা সিটি করপোরেশন গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে তার গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ জামে মসজিদ প্রাঙ্গণে বাদে আসর ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানা গেছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট