চট্টগ্রাম বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

কোতোয়ালীতে কুরিয়ার সার্ভিসের পণ্য চুরি, চক্রের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২৩ | ১:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থেকে কুরিয়ার সার্ভিসের পণ্য চুরির ঘটনায় জড়িত রেজওয়ান আহমেদ প্রকাশ হৃদয় (৩২) নামে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (২৯ ডিসেম্বর) কর্ণফুলী ও ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ তাকে গ্রেপ্তার করা হয়।

 

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মোশাররফ হোসাইন জানান, গত ১৯ ডিসেম্বর রাত থেকে পরদিন সকাল পর্যন্ত আইস ফ্যাক্টরি রোড়ের সদাগর এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের তালা ভেঙে ৭টি বিভিন্ন মডেলের এলইডি টেলিভিশন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে কর্ণফুলী ও ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ চক্রের সদস্য রেজওয়ান আহমেদ প্রকাশ হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট