চট্টগ্রাম শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪

শিশুকে বাঁচাতে গিয়ে টেক্সি উল্টে আহত ৩ বোয়ালখালীতে

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

২৯ ডিসেম্বর, ২০২৩ | ৩:৫২ অপরাহ্ণ

বোয়ালখালী পৌর সদরে এক শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজি চালিত টেক্সী উল্টে চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। এছাড়া শিশুটিও আহত হয়েছে টেক্সীর ধাক্কায়।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কানুনগোপাড়া হাওলা ডিসি সড়কের বহদ্দার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, টেক্সী যাত্রী উজ্জ্বল চক্রবর্তী (৫৫), চালক মো.সাদেক মিয়া (৪২) ও পথচারী আরিয়ান সোহাগ (৭)।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে উজ্জ্বল চক্রবর্তী ও মো.সাদেক মিয়াকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.মাসুদ আলম। তিনি বলেন আহত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

টেক্সিচালক মো.সাদেক বলেন, উপজেলা সদর থেকে গোমদণ্ডী ফুলতল যাওয়ার পথে হঠাৎ একটি শিশু দৌড়ে গাড়ির সামনে চলে আসে। এসময় ব্রেক কষে টেক্সী উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি দৌড়ে রাস্তা পার হচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে টেক্সীটি উল্টে রাস্তার ধারে পড়ে গেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন। টেক্সিটি ব্রেক করায় শিশুটি প্রাণে রক্ষা পেয়েছেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট