চট্টগ্রাম সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় চোরাইপথে আনা ২০ গরুসহ আটক ৩

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

২৩ ডিসেম্বর, ২০২৩ | ১১:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় মিয়ানমার থেকে চোরাইপথে আনা ২০টি গরু উদ্ধার করেছেন পুলিশ। এ সময় পাচারচক্রে জড়িত তিনজনকে আটক ও একটি ট্রাক জব্দ করা হয়।

 

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী বাজার থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হল, চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুসলিমনগর এলাকার মৃত মাস্টার জহির আহাম্মদের ছেলে মো. ওমর ফারুক (৩০), চকরিয়া পৌরসভার কোচপাড়া গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে গিয়াস উদ্দিন (৫০) ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের আবুল হোসনের ছেলে মোশারফ হোসেন (২৬)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী বাজারে মাস্টার আলী পাড়ায় মিয়ানমার থেকে চোরাইপথে আনা অবৈধ গরু রাজস্ব ফাঁকি দিয়ে ক্রয়-বিক্রয় চলছে। এমন তথ্যের ভিত্তিতে চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজাউদ্দৌলার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ২০টি গরুসহ চোরাই কারবারিতে জড়িত তিনজনকে আটক করা হয়।

 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, চোরাইপথে আনা ২০টি গরুসহ তিনব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট