চট্টগ্রামের আনোয়ারায় দিনদুপুরে এক গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৬ লাখ টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই ব্যবসায়ীর নাম মাস্টার ফজলুল কাদের মাস্টার (৭০)।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ব্যবসায়ী ফজলুল কাদের বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের মৃত গুরা মিয়ার পুত্র।
ক্ষতিগ্রস্ত মাস্টার ফজলুল কাদের বলেন, আমি সরকার হাট থেকে আনোয়ারায় ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশে একটি সিএনজিতে উঠি। সেই সিএনজিতে পূর্ব থেকে দু’জন লোক ছিল।
রাস্তার মাথার গ্যাস পাম্প এলাকায় আসার পর গাড়িতে থাকা ব্যক্তিরা তাকে চুরি মেরে রক্তাক্ত করে ১৬ লাখ টাকা ও বিভিন্ন ব্যাংকের চেক বই ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেয়। এ সময় ধাক্কাধাক্কিতে তিনি ছুরিটি কেড়ে নেন।
স্থানীয়রা জানিয়েছেন, তৈলারদ্বীপে তার গরুর ফার্ম রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করেন। টাকাগুলো সিরাজগঞ্জে পাঠানোর জন্য তিনি ব্যাংকে যাচ্ছিলেন। এ ধরনের ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এই ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/এএইচ