চট্টগ্রাম বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ মিলল সাতকানিয়ার পুকুরে

সাতকাননিয়া সংবাদদাতা

১৭ মে, ২০২৩ | ৪:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর মাঈনুদ্দীন আরাফাত নামে (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (১৭ মে) ভোর ৫টার দিকে উপজেলার কেওঁচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মাস্টার বাড়ি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

নিহত মাঈনুদ্দীন আরাফাত বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে এবং বাজালিয়া মাহালিয়া তালিমুল কোরআন নূরানী মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র।

 

ওই শিশুর পরিবার জানায়, গত ১২ মে শিশু আরাফাতের মা অসুস্থ থাকায় কেরানীহাট একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা শেষে নানার বাড়ি কেঁওচিয়ায় বেড়াতে যায়। এরপর ১৬ মে দিবাগত রাত ১টার দিকে নানার বাড়ি থেকে শিশুটি বের হয়ে গেলে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। আজ বুধবার ভোর ৫টার দিকে বাড়ির পুকুরে তার লাশটি ভেসে উঠে।

 

বিষয়টি নিশ্চিত করে কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান ওসমান আলী বলেন, একটি মাদ্রাসাছাত্র নিখোঁজের খবর পেয়ে আমি স্থানীয় ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠাই। নিখোঁজের পরে স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি শেষে বুধবার ভোরে মাস্টারবাড়ির পুকুরে শিশুটির লাশ ভেসে উঠে।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, নিহতের পরিবার কোন ধরনের থানায় অভিযোগ করেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পুকুরে ডুবে শিশুটি মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট