নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় একটি গ্যাস কূপ খনন শেষে চারটি স্তরে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াছেকপুর গ্রামের এই কূপটিতে গতকাল সোমবার ‘আগুন দেওয়া’ হয়েছে বলে জানিয়েছেন বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট) মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন অধিকর্তা মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, গত ২৯ এপ্রিল কূপটি খননের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। নির্দিষ্ট সময়ের আগেই খনন কাজ শেষ করে এখন কূপের প্রতিটি স্তরে কি পরিমাণ গ্যাস মজুদ রয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করা হবে।পরীক্ষা পর ‘জাতিকে একটা ভালো খবর’ দিতে পারবেন বলেও আশা করেন তিনি।
তবে প্রাথমিকভাবে কূপটির ৪টি জোনের প্রতিটি জোন থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্ত করা যাবে বলে আশা করছে বাপেক্স।
রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান বাপেক্সের দুই শতাধিক প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক এ কূপ খনন ও গ্যাস উত্তোলন নিয়ে কর্মযজ্ঞে নিয়োজিত রয়েছেন।
পূর্বকোণ/পিআর