চট্টগ্রাম শনিবার, ১৪ জুন, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ২৪০০ শ্রমিকের পরিবারে মাংস বিতরণ শ্রমিক কল্যাণ ফেডারেশনর

চট্টগ্রামে ২৪০০ শ্রমিকের পরিবারে মাংস বিতরণ শ্রমিক কল্যাণ ফেডারেশনর

১০ জুন, ২০২৫ | ৩:৩১ অপরাহ্ণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এ বছরও ঈদুল আজহা উপলক্ষে প্রায় দুই হাজার ৪’শ গরিব ও অসহায় শ্রমিক পরিবারে কোরবানির মাংস বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

প্রতি বছরের মতো এবারও ফেডারেশন একটি সুসংগঠিত কর্মপরিকল্পনার মাধ্যমে তিনদিনব্যাপী এই মাংস বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে। কোরবানিদাতাদের থেকে সরাসরি কোরবানির পশু সংগ্রহ করে ফেডারেশনের তত্ত্বাবধানে জবাই করে বিতরণ করা হয়। পাশাপাশি দাতাদের কাছ থেকে সরাসরি সংগৃহীত মাংস ও দান-সদকার মাধ্যমে কেনা গরু ও ছাগল জবাই করেও শ্রমিক পরিবারের মাঝে মাংস পৌঁছে দেওয়া হয়।

 

এই মাংস বিতরণ কার্যক্রমে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, আল্লাহর রহমত ও আপনাদের সহায়তায় আমরা প্রায় ২৪০০ শ্রমিক পরিবারে কোরবানির মাংস পৌঁছে দিতে পেরেছি। ঘরে ঘরে গিয়ে শ্রমিকদের হাতে আমরা এ উপহার পৌঁছে দিয়েছি। এই মহৎ উদ্যোগে যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

 

মাংস বিতরণ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করেন মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, অর্থ সম্পাদক মো. নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীমসহ মহানগরীর কার্যনির্বাহী সদস্য এবং বিভিন্ন থানা ও সেক্টরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট