চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ জুন, ২০২৫

সিটি গেইটে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু, পরিচয় খুঁজছে পুলিশ
প্রতীকী ছবি

সিটি গেটে অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু, পরিচয় খুঁজছে পুলিশ

অনলাইন ডেস্ক

৯ জুন, ২০২৫ | ১০:৪১ অপরাহ্ণ

নগরীর সিটি গেইট এলাকায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু, পরিচয় খুঁজছে পুলিশ। চট্টগ্রাম নগরীর সিটি গেইট এলাকায় সড়কের পাশে হঠাৎ পড়ে গিয়ে মারা গেছেন এক অজ্ঞাতনামা বৃদ্ধ। আজ দুপুরে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৭০ বছর।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে যান ওই বৃদ্ধ। আশপাশের লোকজন ছুটে গিয়ে তার মাথায় পানি দেন। কিন্তু কিছু সময়ের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।

 

বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা সেখানে যাই। মৃত ব্যক্তির কোনো নাম-ঠিকানা পাওয়া যায়নি। পিবিআইকে জানানো হলে তারা এসে আঙুলের ছাপ সংগ্রহ করেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

ওসি আরও জানান, মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কেউ কিছু জানলে অথবা পরিবারের সদস্যরা খোঁজ পেলে যেন দ্রুত আকবরশাহ থানায় যোগাযোগ করেন। আপাতত লাশ আঞ্জুমান মফিদুল ইসলামে রাখা হয়েছে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট