চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ জুন, ২০২৫

টেকনাফে প্রতিবন্ধী রোহিঙ্গাকে গুলি করে হত্যা
প্রতীকী ছবি

বাকলিয়া এক্সেস রোড থেকে লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

৯ জুন, ২০২৫ | ১০:১৯ অপরাহ্ণ

নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকা থেকে আবুল হাশেম প্রকাশ হাসু মিয়া (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (৯ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে চন্দনপুরা এক্সেস রোডের পাশের একটি ময়লার ভাগাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। হাসু মিয়া চন্দনপুরা এয়াকুব আলী শেঠের বাড়ির লিয়াকত আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাহেদুল কবির জানান, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সুরতহাল রিপোর্টে মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে আরও তদন্ত চলছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট