চট্টগ্রাম রবিবার, ১৫ জুন, ২০২৫

সর্বশেষ:

শুলকবহর ওয়ার্ড জামায়াতের ৬০০ পরিবারের মাঝে কুরবানি গোশত উপহার

বিজ্ঞপ্তি

৮ জুন, ২০২৫ | ৯:২৮ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ৮ নম্বর শুলকবহর প্রশাসনিক ওয়ার্ডের উদ্যোগে বিভিন্ন সুবিধাবঞ্চিত ৬০০ পরিবারের মাঝে কুরবানির গোশত উপহার প্রদান করা হয়েছে।

আজ রবিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী নাসিরাবাদ, আল ফালাহ, খুলশী, পলিটেকনিক, আব্দুল হামিদ, বাদুরতলা এসব সাংগঠনিক ওয়ার্ডে এই গোশত প্রদান করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড সেক্রেটারি সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ্ তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি।

এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নম্বর ওয়ার্ডের অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, নাসিরাবাদ ওয়ার্ড সভাপতি নুর নবী, শ্রমজীবী ওয়ার্ড সভাপতি কামাল হোসাইন, বহদ্দারহাট ওয়ার্ড সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, পেশাজীবী ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার শফিক, আল ফালাহ ওয়ার্ড সেক্রেটারি হাফেজ শফিক, খুলশী ওয়ার্ড সেক্রেটারি নুর হোসাইন, ওয়ার্ড সেক্রেটারি মাওলানা ইউসুফ, মো. সওকত আলী, মো. আলী, ফরহাদ ফাহিম, সাদ বিন সালাম, মঈন উদ্দিন প্রমুখ।

পূর্বকোণ/জেইউ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট