চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ জুন, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে কোরবানি উৎসবে মেতেছে পথশিশু ও ছিন্নমূল মানুষ

চট্টগ্রামে কোরবানি উৎসবে মেতেছে পথশিশু ও ছিন্নমূল মানুষ

বিজ্ঞপ্তি

৮ জুন, ২০২৫ | ২:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে পথশিশু ও ছিন্নমূল মানুষজন ঈদ উৎসবে মেতে উঠেছে। নগরীর বিপ্লব উদ্যানে তাদের জন্য আয়োজন করা হয়েছে কোরবানির মাংস দিয়ে বিরিয়ানি,পায়েসের পাশাপাশি নাগরদোলাসহ বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী আনন্দ আয়োজন।

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিদ্যানন্দ ফাউন্ডেশন ২ দিনব্যাপী এই আয়োজন করেছে। রবিবার (৮ জুন) সকাল সাড়ে ১১ টায় সিটি মেয়র এই উৎসবের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আগতদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়, শিশুদের মাঝে ঈদ সালামি ও ৫ জন উদ্যোমী নারীদের মাঝে ব্যবসার সামগ্রী প্রদান করেন।

 

মেয়র তার বক্তব্যে বলেন, ‘সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য নিরসনে বিদ্যানন্দ ফাউন্ডেশন যে ভূমিকা পালন করছে তাকে আমরা সাধুবাদ জানাই। সমাজের বিত্তবানেরা ছিন্নমূল প্রতিবেশীদের হক আদায় করলেই একটি ইনসাফের সমাজ কায়েম করা সম্ভব হবে।’

 

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ডিরেক্টর জামাল উদ্দিন বলেন, প্রতি বছর ঈদ আমাদের কাছে হাজির হওয়ার কথা সাম্য, সম্প্রীতি ও ত্যাগের বারতা নিয়ে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, ‘গাহি সাম্যের গান-যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান’। কিন্তু বর্তমান সময়ে ঈদসহ বিভিন্ন উৎবে যেন বাধা-ব্যবধান বেড়েই চলেছে। কারও নুন আনতে পান্তা ফুরায়। কেউ ঈদ বাজারসহ বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার টাকা উড়ায়। ঈদ আসলেই ধনী-গরীবের বৈষম্য নগ্নভাবে প্রকাশিত হয়ে পড়ে আমাদের সমাজে। পরিবারের সদস্যদের মুখের অন্ন জোগাতেই যারা হিমশিম খাচ্ছেন ঈদ আসলে তাদের পরিবারে নেমে আসে বিষাদের ছায়া। তাদের নিঃশব্দ কাতর চোখ কোন সাহায্য প্রার্থনা করেনা, তারা চায় সামাজিক সম্মান ও আত্নমর্যাদা। তাদের সেই সামাজিক সম্মান ও আত্নমর্যাদা নিশ্চিত করতেই আজকের এই আয়োজন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট