চট্টগ্রাম শনিবার, ১৪ জুন, ২০২৫

সর্বশেষ:

ডবলমুরিংয়ে ভবনের পাকিংয়ে চোরাই মোটরসাইকেল, যুবক গ্রেপ্তার

ডবলমুরিংয়ে ভবনের পার্কিংয়ে চোরাই মোটরসাইকেল, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৬ জুন, ২০২৫ | ৪:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ আগ্রাবাদ একটি ভবনের পার্কি থেকে চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার মো. মামুন উদ্দীন (২৫) নোয়াখালী হাতিয়া থানার উত্তর রোহানিয়া এলাকার নাসির উদ্দীনের ছেলে।

 

বৃহস্পতিবার (৫ জুন) বিকাল সাড়ে ৫টায় তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান। তিনি জানান, গত বুধবার দুপুর সাড়ে ১২টায় মাহবুবুল আলম চমেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে তার বন্ধু মো, নাছির উদ্দীনের মোটরসাইকেল রেখে রোগী দেখার জন্য হাসপাতালে যান। পরে দুপুর ২টায় হাসপাতাল থেকে বাইরে এসে দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর আগ্রাবাদ আগ্রাবাদ কর্ণফুলী লেনের একটি ভবনের পার্কিং থেকে চোরাই বাইকটিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট