চট্টগ্রাম শনিবার, ১৪ জুন, ২০২৫

সর্বশেষ:

প্রতারণার অভিযোগে দুরন্ত বাজারে অবরুদ্ধ শাহেদ
চট্টগ্রামের মেধাবী প্রতারক খ্যাত নুর মোহাম্মদ শাহেদ

প্রতারণার অভিযোগে দুরন্ত বাজারে অবরুদ্ধ শাহেদ

অনলাইন ডেস্ক

৫ জুন, ২০২৫ | ১০:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের মেধাবী প্রতারক খ্যাত নুর মোহাম্মদ শাহেদকে অবরুদ্ধ করে রেখেছে পাওনাদাররা। গতকাল বুধবার (৪ জুন) সন্ধ্যা ৭টা থেকে হালিশহর থানার জি-ব্লক এলাকায় দুরন্ত বাজার নামে নিজের মালিকানাধীন সুপারশপে শাহেদকে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনীসহ বিভিন্ন এলাকার পাওনাদাররা ছুটে আসেন। পাশাপাশি হালিশহর থানা পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পরিদর্শন করে। তবে কেউ তার এ বিষয়ে সমাধান দিতে পারেনি।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি অবরুদ্ধ রয়েছেন। পাওনাদার কর্তৃক তাকে আটকে রাখার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সাব্বির হোসেন নামে এক পাওনাদার জানান,  আমি তার কাছে মোট এক কোটি ১২ লাখ টাকা পাব। এক বছর আগে ব্যবসায়িক উদ্দেশ্যে টাকাগুলো দিয়েছিলাম। আমার কাছে যাবতীয় প্রমাণ আছে। আদালতে মামলাও করেছি। দুরন্ত সাপ্লায়ার থেকে নৌবাহিনীর রেশনের পণ্য বাজার থেকে কমমূল্যে দিবেন বলে টাকা নিয়েছিলেন। দুই-তিন চালান দিয়েছিলেন। এরপর থেকে আর দেননি।

অভিযোগের বিষয়ে নুর মোহাম্মদ শাহেদ বলেন, সবাই টাকা পাবে না। কেউ কেউ পাবে। তবে তারা যে পরিমাণ বলেছে এতো টাকা পাবে না। আমি ব্যবসায় ক্ষতিগ্রস্থ হয়েছি। তারপরও তাদের টাকা আস্তে আস্তে দিচ্ছি। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, শাহেদকে পাওনাদাররা আটকে রেখেছে। তারা তার সঙ্গে কথা বলে পাওনা টাকা আদায় করেছেন। আমাদের টিম এমনি খোঁজখবর নিতে গিয়েছিল। 

তিনি আরও বলেন, আগের সবগুলো মামলায় তিনি জামিনে রয়েছেন। আমরা পাওনাদারদের বলেছি আপনারা মামলা দেন, তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করব। তবে পাওনাদারদের বক্তব্য, মামলা দিলে তো সমাধান হচ্ছে না। গ্রেপ্তার হবে আবার বেরিয়ে যাবে। তার চেয়ে আমরা নিজেরা তার সঙ্গে কথা বলে সমাধান করি। যেহেতু পাওনাদার অনেক বেশি। সেহেতু সবার সঙ্গে কথা বলতে হয়তো সময় লাগছে।

জানা যায়, একের পর এক প্রতারণা মামলায় গত কয়েক বছরে একাধিকবার কারাগারে গিয়েছিলেন শাহেদ। সবশেষ গত ৩০ জানুয়ারি শাহেদ হালিশহর থানায় দায়ের হওয়া একটি প্রতারণা মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হন। কয়েকদিন কারাভোগ করে তিনি ফের জামিনে মুক্ত হন। 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট