চট্টগ্রাম শুক্রবার, ১৩ জুন, ২০২৫

সর্বশেষ:

ঈদে যেসব ভুল ডেকে আনতে পারে বিপদ, সতর্ক করল সিএমপি

অনলাইন ডেস্ক

৫ জুন, ২০২৫ | ৯:৫৯ অপরাহ্ণ

ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রাম মহানগরবাসীকে একাধিক বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ঈদের সময় অসচেতনতার কারণে যেন কেউ প্রতারণা, চুরি বা দুর্ঘটনার শিকার না হন, সে লক্ষ্যে বাসা-বাড়ি, পশুর হাট, লেনদেন এবং যাতায়াতে নানা নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) সিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশুর হাটে অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য ঠেকাতে ক্রেতা-বিক্রেতাদের সতর্ক থাকতে হবে। জালনোট শনাক্তে সাবধানতা অবলম্বনের পাশাপাশি বড় অঙ্কের নগদ অর্থ লেনদেনের সময় পুলিশের মানি এস্কর্ট সেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। কোরবানির পশুবাহী যানবাহন নির্দিষ্ট স্থানে ওঠানামা করাতে এবং পশুর হাটে চাঁদাবাজি হলে সঙ্গে সঙ্গে থানায় জানানোর অনুরোধ জানানো হয়েছে।

ঈদের দিন পশু জবাই যেন সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে বা মহল্লার নির্দিষ্ট জায়গায় করা হয়, সে বিষয়েও কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সড়কে বা বাসার সামনে পশু জবাই করা হলে জনভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে পুলিশ। বর্জ্য দ্রুত অপসারণে নাগরিকদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বানও জানানো হয়েছে।

নগরজুড়ে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বাসাবাড়ি, অ্যাপার্টমেন্ট ও প্রতিষ্ঠানগুলোকে বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে। বাসা ছাড়ার আগে দরজা-জানালায় তালা দেওয়া, দরজায় অটো লক বা নিরাপত্তা অ্যালার্ম ব্যবহার, বাসার চারপাশে পর্যাপ্ত আলো নিশ্চিত করা এবং সিসিটিভি ক্যামেরা সচল রাখা—এসব বিষয়কে গুরুত্ব দিতে বলা হয়েছে। বাসার জানালার পাশে থাকা গাছের ডালপালা অপরাধীরা যেন ব্যবহার করতে না পারে, সে জন্য তা কেটে ফেলার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ঈদের ছুটিতে যদি কেউ বাসা ফাঁকা রাখেন, তাহলে পাশের বাসিন্দা বা প্রতিবেশীদের জানিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মূল্যবান সামগ্রী ও দলিল নিরাপদ স্থানে রাখা, প্রয়োজনে ব্যাংক লকার ব্যবহার করতেও উৎসাহিত করেছে সিএমপি। এছাড়া, বাসা বা প্রতিষ্ঠানে কারও অনুমতি ছাড়া যেন কেউ প্রবেশ না করতে পারে, সে বিষয়েও নিরাপত্তারক্ষীদের সজাগ থাকতে বলা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট