চট্টগ্রাম বুধবার, ১৮ জুন, ২০২৫

বড় ভাইয়ের ছুরিকাঘা’তে ছোট ভাই নিহ’ত

অনলাইন ডেস্ক

৫ জুন, ২০২৫ | ৬:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বাকলিয়া রাহাত্তার পুল এলাকায় ‘পারিবারিক কলহের’ জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে বাকলিয়া রাহাত্তার পুল মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম মোরশেদ (৪২)।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ। তিনি বলেন, পারিবারিক বিষয় নিয়ে মোরশেদের সঙ্গে তার বড় ভাই জসীমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জসীম তার ছোট ভাই মোরশেদকে ছুরিকাঘাত করে। পরিবারের সদস্যরা মোরশেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। কী নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, সেগুলো আমরা জানার চেষ্টা করছি। ঘটনার পর জসীম পালিয়ে গেছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট