ক্ষণগণনা ফুরিয়ে এসেছে। আর দুদিন পরই মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সময় ঘনিয়ে আসায় জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। ভিড় বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের। দেখাদেখি ও দর কষাকষির পালা শেষ, শুরু হয়েছে পশু কেনাকাটা। বিক্রেতাদের আশা, আজ থেকে জমজমাট পশু কেনাবেচা চলবে।
গতকাল বুধবার নগরের স্থায়ী গরুর বাজার সাগরিকা ও বিবিরহাট ছাড়াও কর্ণফুলী গরুর বাজার (নূর নগর হাউজিং মাঠ) এবং স্টিলমিল বাজার ঘুরে দেখেছেন পূর্বকোণের চারজন প্রতিবেদক।
সরেজমিনে ইজারাদার ও বেপারিদের সঙ্গে কথা বললে তারা জানান, কয়েকদিনের বৃষ্টির কারণে বেচাকেনা ভালো হয়নি। আবহাওয়ার পরিবেশ ভালো থাকায় গতকাল বিকেল থেকে বাজারে ক্রেতাদের ভিড় শুরু হয়। শেষমুহূর্তে জমে উঠেছে বাজার। আজ থেকে জমজমাট বেচাকেনা শুরুর আশা করছেন তারা।
পূর্বকোণ/ইবনুর