চট্টগ্রাম বুধবার, ১৮ জুন, ২০২৫

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে বদলি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে বদলি

নিজস্ব প্রতিবেদক

৪ জুন, ২০২৫ | ১২:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল মান্নানকে বদলি করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. আবুল মান্নানকে চট্টগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে বদলি করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক পদে পদায়ন করা হয়েছে।

 

বুধবার (৪ জুন) তারিখের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (প্রশাসন শাখা-১) সেলিনা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট