চট্টগ্রাম সোমবার, ১৬ জুন, ২০২৫

চট্টগ্রাম বন্দরের বহরে ১৫ ‘স্ট্যাডেল ক্যারিয়ার’ যুক্ত হবে আজ
চট্টগ্রাম সমুদ্র বন্দর

চট্টগ্রাম বন্দরের বহরে ১৫ ‘স্ট্যাডেল ক্যারিয়ার’ যুক্ত হবে আজ

নিজস্ব প্রতিবেদক

৪ জুন, ২০২৫ | ১২:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রমে গতি আনতে বিভিন্ন সময়ে যুক্ত হয়েছে নানা অত্যাধুনিক ইকুইপমেন্ট। তারই ধারাবাহিকতায় এবার নতুন কেনা ১৫টি স্ট্যাডেল ক্যারিয়ার আজ বুধবার সকালে চট্টগ্রাম বন্দরের বহরে যুক্ত হবে। বন্দরের অভ্যন্তরে কনটেইনার মুভমেন্ট করতে এসব যান ব্যবহার করা হয়। গত ১০ মে চীনের সাংহাই বন্দর থেকে হংকংয়ের পতাকাবাহী কার্গো জাহাজ জে ইয়াং ওই ১৫টি স্ট্যাডেল ক্যারিয়ার নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। জাহাজটি গত রবিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। আজ বুধবার ভোরে জাহাজটি চট্টগ্রাম বন্দরের সিসিটি টার্মিনালে ভেড়ানোর কথা রয়েছে।

 

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড এবং টার্মিনালের জন্য প্রয়োজনীয় এসব ইকুইপমেন্ট সংগ্রহ করতে ব্যয় হয় ১২৬ কোটি ১০ লাখ ৬৬ হাজার ২২৭ টাকা। ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় চট্টগ্রাম বন্দরের জন্য এসব ইকুইপমেন্ট ক্রয়প্রস্তাবগুলোর অনুমোদন দেয়া হয়।

 

ওই সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড এবং টার্মিনালের জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট সংগ্রহ’ শীর্ষক প্রকল্পের অন্তর্ভুক্ত জি-৫ প্যাকেজের লট-২’র আওতায় ৪টি ৪-হাই স্ট্যাডেল ক্যারিয়ার সংক্রান্ত ক্রয়প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় ধরা হয় ৩৩ কোটি সাত লাখ ৪২ হাজার ২৯৫ টাকা। একই প্রকল্পের অন্তর্ভুক্ত জি-৫ প্যাকেজের লট-৩’র আওতায় ৫টি ৪-স্ট্যাডেল ক্যারিয়ার সংক্রান্ত ক্রয়প্রস্তাব ছিল। এতে ব্যয় ধরা হয়েছিল ৪১ কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ৬২৯ টাকা। এছাড়া একই প্রকল্পের অন্তর্ভুক্ত জি-৫ প্যাকেজের লট-৪’র আওতায় ৬টি ৪-স্ট্যাডেল ক্যারিয়ার সংক্রান্ত ক্রয়প্রস্তাব ছিল। যেখানে ব্যয় ধরা হয়েছিল ৫১ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার ৩০৩ টাকা।

 

এসব লটের আওতায় এবার চীন থেকে ১৫টি স্ট্যাডেল ক্যারিয়ার আনা হয়েছে। এসব ইকুইপমেন্ট বন্দরের বহরে যুক্ত হলে কনটেইনার মুভমেন্ট আরও দ্রæত ও সহজ হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্টরা।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট