চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেট এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ জুন) সকাল ১১টায় পুলিশ বক্সের পিছনে একটি দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) হিরু বড়ুয়া। তিনি বলেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয়রা তাকে আগে থেকে ওই এলাকায় দেখতেন। তবে দুইদিন ধরে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। তার বয়স আনুমানিক ৬০ বছর। সকালে খবর পেয়ে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করেছি। পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
পূর্বকোণ/পিআর/এএইচ