সিলেকশন নয় নির্বাচনের মাধ্যমে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠনের দাবিতে সাধারণ সনাতনী সমাজের ব্যানারে মানববন্ধন করেছে । মঙ্গলবার (৩ জুন) নগরীর চেরাগী পাহাড় মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে সাবেক ছাত্র নেতা সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে ও বাপ্পী দের সঞ্চালনায় বক্তব্য রাখেন পলাশ চৌধুরী, প্রশান্ত পান্ডে, কালু চৌধুরী, সুকান্ত তালুকদার, অপু চৌধুরী আকাশ, নারায়ণ চন্দ্র, অরুপ চৌধুরী, দোলন দেব প্রমুখ।
সংহতি প্রকাশ করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রণ্টের নেতৃবৃন্দরা ।
সভাপতির বক্তব্যে জন্মাষ্টমীর আজীবন সদস্য সৌরভ প্রিয় পাল বলেন, আমরা সাধারণ সনাতনীরা চাই জন্মাষ্টমী উদযাপন পরিষদে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরি হোক। অসাংবিধানিকভাবে ফ্যাসিস্টদের মতো পকেট কমিটি দিয়ে জন্মাষ্টমী পরিষদ দখলের সুযোগ নেই। গত ২৮ ফেব্রুয়ারি জেএমসেন হলে সম্মোলনের মাধ্যমে যে চক্রটি পকেট কমিটি দিতে চেয়েছে কিন্তু আমরা প্রতিবাদ করেছি বলে পারেনি। তিনমাস পর সেই চক্রটি পকেট কমিটি দিয়েছে। আমারা এই কমিটি মানি না। কেউ এই কমিটি দিয়ে সাধারণ হিন্দুদের জিম্মি করার দুঃসাহস দেখালে সবাইকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, আমরা গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন চাই। আর জন্মাষ্টমীর কোন কমিটি দায়িত্বশীল কেউ অনুমোদন দেয়নি। আমরা নির্বাচনের মাধ্যমে কমিটি চাই। এই বিষয়ে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে প্রশাসনের ও রাষ্ট্রের সহায়তা কামনা করছি।
তবে আজ মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অপর পক্ষ পাল্টা মানববন্ধন করেছে বলে জানা গেছে। জন্মাষ্টমীর কমিটি নিয়ে দুপক্ষের মুখোমুখি অবস্থানে উদ্যোগ প্রকাশ করেছে একাধিক সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ। তারা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার পরামর্শ দিয়েছেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ