চট্টগ্রাম রবিবার, ১৫ জুন, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে গার্মেন্টস থেকে চুরি হওয়া ২৫ লাখ টাকার কাপড় উদ্ধার, গ্রেপ্তার ৫

চট্টগ্রামে গার্মেন্টস থেকে চুরি হওয়া ২৫ লাখ টাকার কাপড় উদ্ধার, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

৩ জুন, ২০২৫ | ৪:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন একটি পোশাক কারখানা থেকে চুরি হওয়া ১২৩ রোল নীট কাপড়সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব কাপড়ের আনুমানিক মূল্য ২৫ লাখ ৮৩ হাজার টাকা।

 

সোমবার (২ জুন) দিবাগত রাত দেড়টায় বায়েজিদ থানাধীন এলাকার একটি পোশাক কারখানা ও নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে এসব কাপড় উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হল- মো. মহিউদ্দিন রাকিব (২৬), মো. বিল্লাল হোসেন (৩৪), মো. হাসান (৩২), মো. মোরশেদ আলম (২৬) ও আবু রায়হান (৩৯)।

 

পুলিশ জানায়, হাটহাজারী রোডের শাহনূর মার্কেটে পূর্ণা ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা থেকে গত ২৯ মে কারখানার কাটিং ম্যানেজার নূর নবী, স্টোর ম্যানেজার মোহাম্মদ সাইমুম ইসলাম, সহকারী স্টোরকিপার মো.মহিউদ্দিন রাকিব তাদের দুই সহযোগী বিল্লাল হোসেন ও হাসানের মাধ্যমে চায়না থেকে আমদানি করা ১২৩ রোল নীট কাপড় কার্ভাডভ্যানের মাধ্যমে চুরি করে।

 

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে মহিউদ্দিন রাকিবকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেয়া তথ্যমতে- পিলখানা এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে বিল্লাল জানায়- চুরি করা ৬৪ রোল নীট কাপড় হাসানের মাধ্যমে বায়েজিদ এলাকার বিডি জুট ফ্যাশন লিমিটেড নামে একটি গার্মেন্টসে এবং অবশিষ্ট ৫৯ রোল নীট কাপড় নারায়ণগঞ্জ শহরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে। পরে বিডি জুট ফ্যাশন কারখানার সামনে থেকে কার্ভাডভ্যানসহ অভিযুক্ত হাসানকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরও জানান, হাসানের তথ্যমতে- বিডি জুট ফ্যাশন লিমিটেড নামে ওই কারখানার গোডাউনে অভিযান পরিচালনা করে মোরশেদ আলম এবং আবু রায়হানকে গ্রেপ্তার করা হয়। এ সময় কারখানার গোডাউন থেকে চুরি যাওয়া ৬৪ রোল নীট কাপড় উদ্ধার করা হয়। এরপর নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন উকিপাড়ার একটি মার্কেটের ভেতর মোহাম্মদ ট্রেডার্স নামে একটি গোডাউন থেকে আরও ৫৯ রোল নীট কাপড় উদ্ধার করা হয়।

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট