চট্টগ্রাম শনিবার, ১৪ জুন, ২০২৫

সর্বশেষ:

কর্ণফুলীতে জাহাজের রশি ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু

কর্ণফুলীতে জাহাজের রশি ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৩ জুন, ২০২৫ | ২:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা ‘এফবি সী হার্ট-১’ নামের একটি জাহাজের রশি ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াখালীর হাতিয়ার মোহাম্মদ আবু তাহেরের ছেলে মোহাম্মদ আলতাফ (৪০), একই উপজেলার আবু তাহেরের ছেলে নুর উদ্দিন (৩৭)। মোহাম্মদ আলতাফ জাহাজের সুকানি ও নুর উদ্দিন প্রধান বাবুর্চি ছিলেন। তারা দীর্ঘদিন ধরে এমএ কাদের গ্রুপের মালিকানাধীন সী হার্ট জাহাজে চাকরি করছিলেন।

জাহাজ মালিক এমএ কাদের জানান, আমি চট্টগ্রামের বাইরে আছি, দ্রুত ফিরছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। আমি শোকাহত। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যার বর্ণনা ভাষায় প্রকাশ করা কঠিন।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, সী হার্ট নামে ফিশিং জাহাজটি খারাপ হয়ে যাওয়ায় অন্য একটি জাহাজের সাথে রশি বেঁধে টানছিল। এসময় রশি ছিঁড়ে ওই দুই শ্রমিক মারা যান। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট