চট্টগ্রাম শনিবার, ১৪ জুন, ২০২৫

সর্বশেষ:

সাফ আমিন শপিংমল ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন অতিথিবৃন্দ

সাফ আমিন শপিংমল ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

১ জুন, ২০২৫ | ৮:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের চকবাজারের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান সাফ আমিন শপিংমল ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার এই নির্বাচন সম্পন্ন হয়। আজ রবিবার ফলাফল ঘোষণা করা হয়েছে।

 

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তৃতীয় তলার ১৪ নম্বর দোকানের মালিক মোসলেহ উদ্দিন সাইফুল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্বিতীয় তলার ১৭ নম্বর দোকানের মালিক মোহাম্মদ জাকের হোসেন।

 

এছাড়াও সহ-সভাপতি হয়েছেন জহির উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম রাকিবুল বাশার অভিক, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন বাবলু, অর্থ সম্পাদক নাসির মাহমুদ রানা, দপ্তর সম্পাদক মো. ফারহান মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মেজবাহ উল আলম এমিন, ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুছ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. ইরফান মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার হ্যাপী, নির্বাহী সদস্য এহতেশামুল হাসনাত, মুনতাসির নুর রাকিব ও মো. শিহাব উদ্দীন।

 

উক্ত নির্বাচনের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মোহাম্মদ এরশাদুল ইসলাম, নির্বাচন কমিশন সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন, মো. ইসমাইল, আতাউর রহমান আসাদ, মিনহাজুল ইসলাম চৌধুরী রানা।

 

প্রধান নির্বাচন কমিশনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ ইলিয়াস, বিশেষ অতিথি বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি কামাল উদ্দিন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট