চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আত্মহত্যায় প্ররোচনা মামলার এজাহারনামীয় পলাতক আসামি সমর চৌধুরী প্রকাশ হৃদয়কে (২৩) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সমর চৌধুরী প্রকাশ হৃদয় কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার এলাকার সুমন চৌধুরীর ছেলে।
শনিবার (৩১ মে) দুপুর দেড়টায় পাথরঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, আত্মহত্যাকারী তরুণীর সাথে সমর চৌধুরী প্রকাশ হৃদয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। পরিচয় থেকে প্রেম। এরপর তারা একসাথে বিভিন্ন জায়গায় বসবাস করতো। একপর্যায়ে তারা ফিরিঙ্গিবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে একসাথে থাকা শুরু করেন। কিন্তু ওই তরুণী সমরকে বিয়ের জন্য চাপ দিলে সে ওই তরুণীকে শারীরিকভাবে নির্যাতন করতো। নির্যাতন সইতে না পেরে গত ২০২৩ সালের ২৭ অক্টোবর ওই তরুণী আত্মহত্যা করেন। এ ঘটনায় নিহত তরুণীর মা মামলা দায়ের করেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে ফিরিঙ্গিবাজার এলাকা থেকে সমর চৌধুরী প্রকাশ হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ