চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার অপহরণ ও চাঁদাবাজি মামলার সন্ধিগ্ধ আসামি মো. জুবায়েরসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তারকৃতরা হলো- রাউজান থানার নওজিসপুর এলাকার জাফর আহমদের ছেলে মো. জুবায়ের (২৯), ফটিকছড়ি থানার দৌলতপুর এলাকার মৃত নাসির খাঁনের ছেলে শাহরিয়ার খান ইফতি (২১) ও নগরীর পাহাড়তলী থানার বাইন্নাপাড়া এলাকার মো. বাহারের ছেলে মো. রিয়াজ প্রকাশ আলভী (২৭)।
শনিবার (৩১ মে) দুপুর ১টা ২০ মিনিটে পাহাড়তলী থানাধীন দক্ষিণ কট্টালী বণিক পাড়া এলাকা ও পাঠানপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পাহাড়তলী থানার অপহরণ ও চাঁদাবাজি মামলার সন্ধিগ্ধ আসামিরা দক্ষিণ কট্টালী বণিক পাড়া এলাকায় অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে অভিযান চালিয়ে জুবায়ের ও শাহরিয়ার খান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেয়া তথ্যমতে পাঠানপাড়া এলাকা থেকে মো. রিয়াজ প্রকাশ আলভী নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ